১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদ কর্তৃক দেওহাটা বাজার ও গোড়াই ইউনিয়ন পরিষদ, গোড়াই ইউনিয়ন ভূমি অফিস, মির্জাপুর পৌরসভা ভূমি অফিস প্রাঙ্গনে, সকাল ৯.০০ ঘটিকার সময় হতে দেওহাটা বাজার ও গোড়াই ইউনিয়ন পরিষদ, গোড়াই ইউনিয়ন ভূমি অফিস, মির্জাপুর পৌরসভা ভূমি অফিস প্রঙ্গনে গোড়াই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্ব ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ/২০২৩ পালন উপলক্ষে পরিচ্ছন্নাতা অভিযান শুরু করা হয়।এতে চেয়াম্যান সাহেব নিম্ন লিখিত মতামত পেশ করেন।
v গোড়াই ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে নিয়মিত কর্মসূচির বিশেষ কার্যকরী ব্যবস্থা হিসেবে, বিভিন্ন বাসাবাড়ির পানির মিটার বক্স ও জমে থাকা পানিতে নোভালিউরন ট্যাবলেট প্রয়োগের ব্যবস্থা গ্রহন করতে হবে। যাতে তিন মাস পর্যন্ত মশার লার্ভা প্রতিরোধে কার্যকর থাকবে। উত সেবা গোড়াই ইউনিয়ন বাসীকে প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
v এ ছাড়াও কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে নিয়মিত নর্দমা ও জলাশয়ে ম্যালেরিয়া অয়েল-বি স্প্রে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
v গোড়াই ইউনিয়নে অবস্থানরত সকল মিল ফ্যাক্টরীতে সম্ভাব্য উৎসস্থল ও বাসাবাড়িতে মশার বিস্তার রোধে নিয়মিত নোটিশ প্রদান করা হবে এবং নিয়মিত তারা তাদের নির্দিষ্ট সিমানায় এডিস মশা প্রতিরোধে কি কি পদক্ষেপ গ্রহন করেছে তা অবগত করা।
v স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জরিপ প্রতিবেদন অনুযায়ী মশার প্রজননস্থলে বিশেষ মশক বিরোধী অভিযান পরিচালনা করা।
v সুনির্দিষ্ট স্থানে কীটনাশক প্রয়োগ, বর্জ্য অপসারণ এবং জলাশয়ের কচুরিপানা ও অন্যান্য আবর্জনা পরিষ্কার কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
v জনসাধারণ কে স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্য সুরক্ষার নিমিত্তে সচেতনতামূলক প্রচার প্রচারণামূলক কার্যক্রম লিফলেট, স্টিকার, হ্যান্ডবিল ইত্যাদি বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস