Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে গোড়াই

কালের স্বাক্ষী বহনকারী লৌহজং ও বংসাই নদীর  তীরে গড়ে  উঠা মির্জাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো গোড়াই ইউনিয়ন কাল পরিক্রমায় আজ মহেড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। গোড়াই ইউনিয়ন পরিষদের উত্তরে লতিফপুর ইউনিয়ন, দক্ষিনে মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন, পুর্বে সুনামধন্য মির্জাপুর ক্যাডেট কলেজ, আড়াই কিলোমিটার পশ্চিমে মির্জাপুর উপজেলা অবস্থিত।

 

) নাম১০নং গোড়াই ইউনিয়ন পরিষদ

) আয়তন২৯.৫৫  (বর্গ কিঃ মিঃ)

) লোকসংখ্যা৬০,১৪৪ জন (প্রায়)  

) গ্রামের সংখ্যা২৬ টি

) মৌজার সংখ্যা১৫ টি

) হাট/বাজার সংখ্যা - ০৯ টি

) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যমঅটো, টেম্পু, বাস, ট্রাক, মাই্ক্রোবাস, ইত্যাদি

) শিক্ষার হার৫৯.৪%

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,

    উচ্চ বালিকা বিদ্যালয়ঃ ০টি,

    মাদ্রাসা- ৪টিরাজাবাড়ী, দেওহাটা, রশিদ দেওহাটা মাদ্রসা।

  কলেজ-১টি।রাজাবাড়ী কলেজ।

) দায়িত্বরত চেয়ারম্যানমোঃ তারিকুল ইসলাম নয়া

) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- টি

) ঐতিহাসিক/পর্যটন স্থান২টি। (ক) গোড়াই জমিদার বাড়ী, (খ) মির্জাপুর ক্যাডেট কলেজ ।

) ইউপি ভবন স্থাপন কাল১লা ডিসেম্বর ১৯৯০ ইং

) গ্রাম সমূহের নাম

(১) গোড়াই মঈন নগর, (২) গোড়াই খামার পাড়া (৩) গোড়াই বিশার চালা, (৪) গোড়াই নাজির পাড়া (৫) গোড়াই সৈয়দপুর, (৬) গোড়াই হরির পাড়া, (৭) গোড়াই রনার চালা, (৮) গোড়াই কোদাল কাটা, (৯) গোড়াই নয়া পাড়া, (১০) গোড়াই লাল বাড়ী, (১১) গোড়াই সোহাগ পাড়া, (১২) গোড়াই গন্ধর্ব্য পাড়া, (১৩) গোড়াই আত্মারাম পাড়া, (১৪)গোড়াই জয়ের পাড়া (১৫) গোড়াই রহিমপুর, (১৬) রাজাবাড়ী,(১৭) রশিদ দেওহাটা  (১৮) কোদালিয়া, (১৯) মীর দেওহাটা, (২০) কদিম দেওহাটা, (২১) ধেরুয়া (২২) বাইমাইল, (২৩) রানাশাল, (২৪) ভানুয়াবহ, (২৫) কলিমাজানী, (২৬) পথহারা।

) ইউনিয়ন পরিষদ জনবল

               )  নির্বাচিত পরিষদ সদস্য১৩ জন

               )  ইউনিয়ন পরিষদ সচিব জন

              )  ইউনিয়ন গ্রাম পুলিশ১০ জন

              ৪) ‍উদ্দ্যোক্তা - ০২ জন।