নদীঃ
বাংলাদেশ নদী মাতৃক দেশ। গোড়াই ইউনিয়নের উল্লেখযোগ্য নদী দুটি হলো লোহজং ও বংশাই নদী। এই দুটি অনেক পুরাতন নদী। এখান দিয়ে আগে পাটের বড় বড় নৌকা চলাচল হতো এবং মানুষ বিভিন্ন জায়গায় নৌকার মাধ্যমে নিজ নিজ স্থানে যেতে।
এ নদীতে অনেক মাছ ছিল। বর্তমানে মাছের পরিমাণ কমে গেছে। এখান থেকে এলাকার গরীব জেলেরা মাছ ধরে অর্থ উপার্জন করছে। তাছাড়াও এটি উল্লেখযোগ্য যে রেল লাইন এর পাশ দিয়ে বয়ে গেছে।
এই দুটি নদী বয়েগেছে গোড়াই ইউনিয়নের উত্তর ও দক্ষিণ দিক দিয়ে। এটি দেখতে অনেক সুন্দর।
খাল ও বিলঃ
গোড়াই ইউনিয়নে ফলিমারা নামে একটি উল্লেখযোগ্য বিল রয়েছ। এখানে আগে পচুর পরিমানে বিভিন্ন জাতের মাছ ছিল। কিন্তু বর্তমানে সেইখানে মিল কারখানার বর্জ গিয়ে মাছ ও বিলটি বিলিন হয়ে গেছে। এবং বর্তমানে একটি উল্লেখ যোগ্য খাল বয়েছে সেটি সোহাগ পাড়া হয়ে বংশাই নদীতে মিলিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস