গোড়াই রাজাবাড়ী নামক স্থানে, মির্জাপুর, টাঙ্গাইল।
টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী নামক স্থানে অবস্থিত। অতি সহজে যাতায়াতের জন্য মির্জাপুর বাসস্ট্যান্ড হতে ১০ কি. মি. ঢাকার দিকে যাওয়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দক্ষিন পাশে মির্জাপুর ক্যাডেট কলেজ অবস্থিত। মির্জাপুর এবং কালিয়াকৈর থেকে ১০টাকা ভাড়া দিয়ে বাস ও টেম্পু দিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজে যাওয়া যায়।
0
মির্জাপুর ক্যাডেট কলেজ ৯০o৯' পূর্ব দ্রাঘিমারেখা এবং ২৪o৫.৩' উত্তর অক্ষরেখা বরাবর অবস্থিত। এর উত্তরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং তিনদিকে রাজাবাড়ি গ্রাম অবস্থিত। এর পূর্ব দিয়ে বংশী নদীর একটি ছোট শাখা চলে গেছে । আর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিয়ে চলে গেছে বারিন্দা নদী। পশ্চিম পাশ দিয়ে আবার ফুটজানি নদী এসে বারিন্দা নদীর সাথে মিশেছে। কলেজ হতে মির্জাপুর সদর থানার দূরত্ব প্রায় ৮ কি. মি.।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস